1:38 PM, 13 November, 2025

সুন্দরগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের প্রশিক্ষণ

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধনকালে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, বিধিমোতাবেক কেউ যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সে ব্যাপারে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারিদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এ কাজটি সম্পাদন করতে হবে। যাতে সঠিক ভোটার তালিকা প্রণয়ন সম্ভব হয়।
২২ জুন শনিবার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করেন তিনি। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো. আলমগীর কবির, জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান, থানা অফিসার ইনচার্জ এস এম আব্দুস সোবহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, আগামী ২ জুলাই হতে ২২ জুলাই পযন্ত সময়ে এ উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ৩৮ জন সুপারভাইজার ও ১৭৩ জন তথ্য সংগ্রহকারি নিয়োগ করা হয়েছে।