9:57 AM, 13 November, 2025

নিজামের মৃত্যুরপর জীবন বীমার টাকা পরিশোধ করলেন মেটলাইফ

21.06.19-Manikgonj Nizam News (1)

মোঃ জাহাঙ্গীর আলম,

মানিকগঞ্জ জেলাা প্রতিনিধিঃ

মানিকগঞ্জ দৌলতপুরের আগকলিয়া গ্রামের পানচু মোল্লার ছেলে নিজাম মোল্লা(৩৫) গত (০১.০৩.১৯ইং শুক্রবার ) বিকালে মোটরসাইকেল যোগে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে যাওয়ার পথিমধ্যে সড়ক দূর্ঘটনায় নিহত হয়। নিহত নিজামের অকাল মৃত্যুতে পরিবারে নেমে পড়ে শোকের মাতম। নিজামের স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে অভাব অনটনে দিন চলছিল তার বাবা পানচু মোল্লার। আকস্মিক ভাবে খবর আসে নিহত নিজাম মৃত্যুর আগে
মেটলাইফ ইন্সুরেন্স নামক বীমা কোম্পানীতে মাসিক ২ হাজার টাকার ১২বছর মেয়াদী একটি বীমা করে রেখে গেছেন।
এ বিষয়ে মেটলাইফ বীমা কোম্পানীর প্রতিনিধি সাদেকুল ইসলাম সাদ্দাম জানান, গত বছর ডিসেম্বর মাসে, নিহত নিজামকে আমাদের মেটলাইফ সম্পর্কে সঞ্চয় বা সুযোগ সুবিধার ব্যপারে বুজানো হলে, তিনি মাসিক ২ হাজার টাকার ১২বছর মেয়াদী একটি বীমা করেন। মৃত্যুর খবর পেয়ে তার মৃত সনদ এবং ক্রাইমভিশন২৪.কম পত্রিকায় প্রকাশিত প্রিন্ট কপি, অফিসে জমা দেই। সকল কাগজ পত্র বিবেচনা করে মেটলাইফ অফিস কর্তৃপক্ষ পাওনা টাকা দিতে ইচ্ছা প্রকাশ করেন।
তিনি আরও জানান, মাসিক ২ হাজার টাকা জমা দিলে ১২বৎসরে জমা হত ২ লক্ষ ৮৮ হাজার টাকা। স্বাভাবিক মৃত্যু হলে, দ্বীগুন দেয়ার কথা থাকলেও সড়ক দূর্ঘটনায় মৃত্যুর কারনে জমাকৃত টাকার (৩) গুন হয়ে ৮লক্ষ ৬৪ হাজার টাকা হয়। কোম্পানী সার্ভিস চার্জ রেখে, নিহত নিজামের (স্ত্রী) নমীনীর ব্যাংক একাউন্টে জমা হয়েছে ৮ লক্ষ ৬৩ হাজার ৮ শত ৭ টাকা।
এ ব্যপারে (নমিনী) নিহত নিজামের স্ত্রী মোছাঃ পিংকী বেগম বলেন, আমার স্বামী, উক্ত জীবন বীমা করাতে আমি এক ধরনের ঝগড়া করেছিলাম যে ,এ ধরনের বীমা কম্পানী ভালনা, এরা টাকা নিয়ে এক সময় উধাও হয়ে যায়,আমার স্বামী বলেছিল সবই ভাগ্য, আল্লাহর প্রতি আমার অঘাত বিস্বাস আছে। পরে আমার ভুল বুজতে পারছি যে , সব উল্টো। আমার স্বামী ২হাজার টাকা করে ২ কিস্তিতে মোট ৪ হাজার টাকা জমা দিয়েছিল। ১২ বছরে যা জমা হবে তাহা থেকে ৭ বা ৯% লাভ দেয়ার কথা ছিল। কিন্তু সড়ক দূর্ঘটনায় অকাল মৃত্যুতে বীমা কোম্পানী প্রায় তিন গুন, সোনালী ব্যাংক দৌলতপুর শাখায় আমার নিজ একাউন্টে জমা দিয়েছে।
তিনি আরও বলেন, এই দুর্দিনে, মেটলাইফ আমাদের সাথে থাকায় আমি ও আমার পরিবার আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।