আমতলীতে ৭০ পিস ইয়াবাসহ দুই বিক্রেতা আটক

এইচ. এম. রাসেল,
বরগুনা আমতলী সংবাদদাতাঃ
বরগুনা আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গোডাঙ্গা গ্রাম থেকে ৭০ পিস ইয়াবাসহ শহিদ সরদার (৩৫) ও খবির হাওলাদার (৩৪) কে আটক করেছে পুলিশ। আমতলী থানার এসআই ইউসুফ আলী হাওলাদারের নেতৃত্বে গাজীপুর পুলিশ ফাঁড়ির এএসআই তাইফুর ও এএস আই নাজমুলসহ সংঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাত ১০.৩০ টার দিকে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালীর গোডাঙ্গা গ্রামের সিরাজ উদ্দিন খান বাড়ীর সামনের কাঁচা রাস্তা থেকে তাদেরকে আটক করাহয়। পুলিশ ও স্থানীয় সূ্ত্রে জানায়, ইয়াবা বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সোনাখালীর গোডাঙ্গা গ্রামের অভিযান চালিয়ে ইয়াবা বেচাকেনার সময় গোডাঙ্গা গ্রামের মৃত্যু আঃ খালেক সরদারের পুত্র শহিদ সরদার ও একই এলাকার মৃত্যু ফজলুল হক হাওলাদারের পুত্র খবির হাওলাদার কে আটক করে। পুলিশ তাদের দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা জব্দ করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ক্রেতা আঠারোগাছিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন শিকদার পালিয়ে যায়। এ ব্যাপারে আমতলী থানায় তিন জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৩ তারিখ ১৯/৬/১৯ইং। আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন,এ ব্যাপারে তিন জনের নামে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে বৃহস্পতিবার তাদেরকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।
