6:52 AM, 13 November, 2025

বদলে গেলো বিএসটিআইয়ের রিপোর্ট

untitled-1-recovered_380

নিউজ ডেস্কঃ প্রাণ গুঁড়া হলুদ, কারি পাউডার ও লাচ্ছা সেমাই মানসম্পন্ন বলে জানিয়েছে সরকারি মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সম্প্রতি চিঠির মাধ্যমে প্রাণ অ্যাগ্রো লিমিটেডকে এ তথ্য জানায় বিএসটিআই।

ফলে প্রাণ গুঁড়া হলুদ, কারি পাউডার ও লাচ্ছা সেমাই উৎপাদন, বিক্রয় ও বিপণনে কোনো বাধা থাকলো না।

আদালতের নির্দেশনা অনুযায়ী পুনরায় মান পরীক্ষা করলে প্রাণের এ তিনটি পণ্য উত্তীর্ণ হয়।

এর আগে বিএসটিআইয়ের পরীক্ষায় পণ্য নিম্নমানের হওয়ায় ২৩ মে ৫২টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেন হাইকোর্ট।

তখন তাদের জানানো হয়েছিল, এ ৫২টির মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান তাদের পণ্য বাজারজাত করতে চায়, তাহলে বিএসটিআই থেকে পুনরায় মান পরীক্ষা করাতে হবে। মান পরীক্ষায় উত্তীর্ণের পর বিএসটিআই অনুমতি দিলে তা বাজারজাত করা যাবে।

এর প্রেক্ষিতে পুনরায় মান পরীক্ষা করা হয় ওই তিনটি পণ্যের। তাতে বদলে যায় রিপোর্ট। প্রাণ গুঁড়া হলুদ, কারি পাউডার ও লাচ্ছা সেমাই এখন মানসম্পন্ন।