১০০৭ পিস ইয়াবাসহ মাদক রানী বিজলী কে গ্রেফতার করেছে গাইবান্ধা ডিবি পুলিশ

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জেলার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয় এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবির) একটি টিম গোপন সংবাদ এর ভিত্তিতে গাইবান্ধা পৌরসভার কাঠপট্টি এলাকা হইতে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক রানীখ্যাত বিজলী আক্তার (৩০) কে ১০০৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক রানী বিজলী আক্তার গাইবান্ধা পৌরসভার বাসিন্দা সোলায়মান আলীর স্ত্রী।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম জানান,জিজ্ঞেসাবাদ শেষে তাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে ।
