দেশব্যাপী বঙ্গবন্ধুর আর্দশ ও চেতনাকে ছড়িয়ে দিতে রং তুলির আচড়ে রফিকুল ইসলাম

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
দেশব্যাপী মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ও তাদের মাঝে ছড়িয়ে দিতে উম্মেষণ ঘটাতে রং তুলির আচড়ে বঙ্গবন্ধুর ছবি আকা ও কৃষ্ণচূড়া গাছ রোপন করছেন রফিকুল ইসলাম (৫৫)। সারাদেশ ব্যাপী ছবি ও কৃষ্ণচূড়া গাছ রোপনের লক্ষ্যে প্রাথমিকভাবে ১১ টি জেলার ২৬ টি স্থানে এ কার্যক্রম চালাবেন বলে জানান এই বঙ্গবন্ধু প্রেমী রফিকুল ইসলাম।
এ কর্মসূচীর অংশ হিসাবে তৃতীয় স্থান হিসাবে আজ ১৮ জুন বিকালে দেখা যায়,গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা পরিষদের হলরুমের দেওয়ালে বঙ্গবন্ধুর বিশাল একটি ছবি অংঙ্ক করা কাজে ব্যস্ত রফিকুল ইসলামের নিকট জানা যায় যে,তিনি বঙ্গবন্ধুর আর্দশ ও চেতনা বুকে লালন করে ও তা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দেশ ব্যাপী নিজ উদ্যোগে এ কর্মসূচী গ্রহন করে কার্যক্রম পরিচালনা করছি। গোটাদেশে এ কাজ শুরু হয়েছে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে শেষে বঙ্গবন্ধু মাজারে গিয়ে সমাপ্ত ছবি ও কৃষ্ণচূড়া গাছ রোপন করবেন বলে আশা প্রকাশ করেন। আরো বলেন যদি কখনো প্রধানমন্ত্রীর নিকট যেতে পারি তবে কৃষ্ণচূড়া ফুল ও বঙ্গবন্ধুর ছবি সারাদেশে ছড়িয়ে দেওয়ার কাজে সহযোগীতা চাইবো।
রফিকুল ইসলাম রংপুর সদরের তাজহাট থানা উত্তর বাবু পাড়ার মোহাম্মাদ আলীর ছেলে। সে বিবাহিত স্ত্রী ও তিন সন্তান রয়েছে তাহার। সে দীর্ঘদিন হলো রংপুর জেলার বিভিন্ন স্কুল কলেজে নিজ উদ্যোগে ৩৩৮ টি কৃষ্ণচূড়া গাছ ও অসংখ্য ছবি একেছেন।
