ফার্মেসির মেয়াদোত্তীর্ণ ওষুধ ১ মাসের মধ্যে সরানোর নির্দেশ

নিজস্ব সংবাদদাতাঃ ঢাকার ৯৩ শতাংশ ফার্মেসিতে বিক্রি হওয়া মেয়াদোত্তীর্ণ ওষুধ এক মাসের ভেতর সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি যেসব ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (১৮জুন) সকালে এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
সোমবারের ওই রিটে ঢাকার ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হয় উল্লেখ করে তা বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছিল। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
