1:22 PM, 13 November, 2025

প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক পদ সহ সকল পদ হতে অব্যহতি নিলেন সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক আশরাফুল ইসলাম

asraful islam gaibandha news

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক পদ সহ সকল পদ হতে অব্যহতি গ্রহন করেছেন সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক আশরাফুল ইসলাম । তিনি তার ফেসবুক আইডি হতে একটি পোষ্টে অব্যহতি গ্রহনের সিদ্দান্তের বিস্তারিত তুলে ধরা হলো।

এই যে আমি মোঃ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক প্রেসক্লাব গাইবান্ধা ও আনন্দ টিভি জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্বরত রয়েছি।

আমি আমার ব্যক্তিগত কারণে প্রেসক্লাব গাইবান্ধার কার্যনির্বাহী কমিটি হতে আজীবনের জন্য অব্যহতি গ্রহন করার সিদ্ধান্ত নিয়েছি। বিধায় আজ ১৭ জুন সোমবার হতে প্রেসক্লাব গাইবান্ধার কার্যনির্বাহী কমিটি হতে অব্যহতি গ্রহন করিলাম। অতএব প্রেসক্লাব গাইবান্ধার কার্যনির্বাহী কমিটির আমার উপরে আর কোন দায় দায়িত্ব থাকিলো না। তিনি দায়িত্বরত সময়ে পাশে থাকা প্রেসক্লাব গাইবান্ধা সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করেন।