যশোরের শার্শায় সাজাপ্রাপ্ত আসামীসহ গ্ৰেফতার -২৪

শাহারিয়ার হুসাইন:
যশোরের শার্শায় জিআর, সিআর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ২৪জনকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।
রোববার দিনগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম মসিউর রহমান জানান, রোববার রাতে তার নেতৃত্বে (এসআই) বাবুল আক্তারসহ সঙ্গীও ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর, সিআর ও সাজাপ্রাপ্ত ২৩জন ও নিয়মিত মামলার ১জনসহ সর্বমোট ২৪জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে আটক কৃতদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
