পলাশবাড়ীতে এডিবির কাজের অনিয়ম হওয়ায় কাজ বন্ধ করে দিলো উপজেলা প্রকৌশলী

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের টুকনিপাড়া গ্রামের এডিবির কাজের অনিয়ম হওয়ায় কাজ বন্ধ করে দিলো উপজেলা প্রকৌশলী তাহাজ্জোত হোসেন।
প্রায় ১ লক্ষাধিক টাকা ব্যয়ে আজ ১৬ জুন রবিবার সকাল হতে উপজেলা সদরের টুকনিপাড়া গ্রামের এ ইউপি সড়কের উন্নয়নে ইটে সোলিং এর কাজ শুরু করা হয়। এ কাজে নিম্নমানের ইট ও বালু ব্যবহার করেও পরিমাণের কম দেওয়ায় অভিযোগের প্রমাণ মেলায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেন এবং কাজে নিয়োজিত শ্রমিকদের সড়ক উত্তোলনের নির্দেশ প্রদান করেন উপজেলা প্রকৌশলী তাহাজ্জোত হোসেন। এসময় সহকারি প্রকৌশলী হেলাল উদ্দিন সহ অভিযোগকারি সাংবাদিকগণ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
