9:42 AM, 13 November, 2025

২৫০ বছরের নিয়মে বদল, মুখরোচক খাবার পেলেন কয়েদীরা

karagar_0

নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটিশ আমল থেকে ২৫০ বছর ধরে চলে আসা কারাবন্দীদের সকালের নাস্তার পরিবর্তন নিয়ে আসলো সরকার। ব্রিটিশ নিয়ম অনুসারে বন্দীদের সকালের নাস্তায় রুটি-গুড় দেয়া হতো। নতুন নিয়মের ফলে তারা এখন থেকে অগের চেয়ে উন্নত মানের খাবার পাবেন নাস্তায়।

সপ্তাহে চার দিন সবজি–রুটি, দুই দিন খিচুড়ি ও এক দিন হালুয়া–রুটি থাকলে নতুন তালিকায়। রবিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীদের মধ্যে খিচুড়ি বিতরণের মধ্য দিয়ে এ নতুন খাবারে তালিকার কার্যক্রমের সূচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

কারাসূত্রে জানা গেছে, জেলা প্রশাসকদের সম্মেলনে কারাবন্দীদের খাবার নিয়ে আলোচনা হয়। সে সময় প্রধানমন্ত্রী নাশতার পদ বদল করার কথা বলেন। এরপরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয় কারা প্রশাসন।

মূলত দেশের ৬৮টি কারাগারে এতো দিন নাস্তা হিসেবে দেয়া হতো ১০২ দশমিক ৬০ গ্রাম ওজনের দুটি আটার রুটি এবং ১৪ দশমিক ২৮ গ্রাম ওজনের গুড়। এদিকে, বদলে যাওয়া নাশতার মেনুতে থাকছে সপ্তাহে চার দিন সবজি–রুটি, দুই দিন খিচুড়ি ও এক দিন হালুয়া–রুটি।