কোপার প্রথম ম্যাচেই আর্জেন্টিনার হোঁচট

ক্রিড়া প্রতিবেদক:
রোববার স্থানীয় সময় ভোর ৪ ঘটিকার সময় ব্রাজিলের সালভাদরে কোপা-১৯ এর বি-গ্রূপের প্রথম ম্যাচেই মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং কলোম্বিয়া। প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে পয়েন্ট খুয়াতে হয় ২০০৭ এর পর কলোম্বিয়ার কাছে এই প্রথম পরাজয়ের মাধ্যমে। খেলায় ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কলোম্বিয়া।
এবারের কোপা শুরুর আগেই থেকে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে ছিল কাগজে কলমে। কিন্তু মাঠের খেলাতে তারা সম্পূর্ণ পিছিয়ে। আর্জেন্টিনার খেলার মধ্যে ছিলনা কোন প্রাণ, ছিল শুধু অগোছালো এবং এলোমেলো ফুটবলের প্রদর্শন। নির্দিষ্ট কোন পরিকল্পনাই দেখা যায় নাই তাদের খেলাতে। মনে হচ্ছিল আর্জেন্টিনার খেলোয়ারদের মাঝে একে অপরের মধ্যে বোঝাপড়া খুবই অবাস ছিল। তারপর আর্জেন্টিনা প্রথমার্ধে
দুই একটি সহজ গোলের সুযোগ পায় কিন্তু মেসি এবং এগুয়েরো সম্পূর্ণ ভাবে ব্যর্থ হন গোল করতে।
এই ম্যাচে জয়ের জন্য কলোম্বিয়ার খেলোয়াররা বাহাবা পেতেই পারে। কারণ তারা কোনরূপেই আর্জেন্টিনার খেলোয়ারদের টিকিটাকার ফুটবল খেলতে দেননি। তাদের ছিল শক্তি ও গতিময় ফুটবল। আর্জেন্টিনার খেলোয়ারদের ছোট ডি-বক্সের ভিতর প্রতিটি থ্রূ বা ছোট পাসকেই প্রতিহিত করেছে কলোম্বিয়ার ডিফেন্ডাররা। আর দুইটি দূর্দান্ত গোলের সুযোগ নষ্ট করে দেন কলোম্বিয়ার গোলরক্ষক অসাধারণ দক্ষতায়।
ম্যাচের ৭১ মিনিটের সময় কলোম্বিয়ার রজার মার্তিনেসের ডিবক্সের বাহির থেকে অসাধারণ এক কোনাকুনি শটে আর্জেন্টিনার গোলরক্ষম আরমানিকে পরাস্ত করে ১-০গোলের লিড এনে দেয়।
আর কলোম্বিয়ার পক্ষে দ্বিতীয় গোলটি আসে ৮৬ মিনিটের সময় ডিবক্সের বাম প্রান্ত থেকে বাড়ানো মাইনাস বলে আর্জেন্টিনার দুই রক্ষনভাগের খেলোয়ার এর মাঝ থেকে পা বাড়িয়ে দিয়ে গোল করেন কলোম্বিয়ার দুভান সাপাতা। দ্বিতীয় গোলটি হওয়ার পেছনে সরাসরি ভাবে আর্জেন্টিনার গোলরক্ষক এবং রক্ষণভাগের খেলোয়ারদের বোঝাপড়ার জন্যই দায়ী।
“আমরা শুরুর ২০ মিনিট ভালো ছিলাম; এরপর দ্বিতীয়ার্ধের শেষ দিকটা আমাদের জন্য বাজে ছিল। আমরা অনেকবার বল হারালাম কিন্তু দ্বিতীয়ার্ধে কলম্বিয়ার চেয়ে অনেক এগিয়ে ছিলাম। আমরা যখন নিজেদের সেরাটা খেলছিলাম, তখন তারা প্রতিআক্রমণ থেকে দুটো গোল করল।”
বাংলাদেশ সময় আগামী ২০ই জুন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে ১৯৯৩ সালে শেষবার কোপা আমেরিকা জেতা আর্জেন্টিনা।
