জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধায় দু’দিনব্যাপী জলবায়ু মেলা সমাপ্ত

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে গতকাল শুক্রবার রাতে জলবায়ু মেলা শেষ হয়েছে। মেলার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। গাইবান্ধা জলবায়ু পরিষদ এই মেলার আয়োজন করে।
উল্লেখ্য, এই মেলায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৌর পার্কে ৩১টি স্টল খোলা হয়েছে। এ সমস্ত স্টলে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলা, সচেতনতা সৃষ্টি সম্পর্কিত লিফলেট প্রদর্শিত হয় ও বিতরণ করা হয়। মেলা চত্বরে নানা কর্মসূচী পালন করা হয়। এছাড়া মেলায় প্রজেক্টেরের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিয়ে তৈরী ডকুমেন্টরী প্রদর্শন করা হয়। মেলার দ্বিতীয় দিনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া মেলা চত্বরে সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পর্বে ঢাকা সিএসআরএল’র সাধারণ সম্পাদক জিয়াউল হক মুক্তার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, জলবায়ু পরিষদের সদস্য সচিব অ্যাড. জিএসএম আলমগীর কবীর, ফরহাদ হোসেন, প্রদীপ কুমার রায়, রৌফা খানম, সুজন প্রসাদ প্রমুখ।
