9:45 AM, 13 November, 2025

পরিবেশ রক্ষায় আবাসিক এলাকা থেকে ইটভাটা সরানোর দাবীতে বিক্ষোভ

Photo mail K3

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

আবাসিক এলাকা থেকে ইটভাটা সরানোর দাবীতে গাইবান্ধা সদর উপজেলার কাবিলের বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও এলাকাবাসী। শনিবার সকাল ১১টায় গাইবান্ধা সুন্দরগঞ্জ মহাসড়কের কাবিলের বাজার চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকশ মানুষ অংশগ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমান মুকুল, সিপিবি নেতা প্রভাষক তপন কুমার বর্মণ, আসোয়াদ আলী, জাহাঙ্গীর আলম মাস্টার, উদীচী, দারিয়াপুর শাখার সাধারণ সম্পাদক সুমন কুমার বর্মণ, এছাড়া এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন রমজান আলী সরকার, আমজাদ হোসেন প্রমুখ। বক্তরা বলেন, আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার কারণে কয়েক গ্রামের মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন। গাছপালা, ফসলে পচন ধরছে। শিশুরা আক্রান্ত হচ্ছে নানাবিধ রোগে। তারা অবিলম্বে আবাসিক এলাকা থেকে ইটভাটা অবিলম্বে সরিয়ে নেওয়ার দাবী জানান। বক্তারা আরো বলেন, অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে এলাকাবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। এসময় পচে যাওয়া কয়েকবস্তা আম, পেয়ারাসহ বিভিন্ন ধরণের ফলমূল রাস্তায় ছিটিয়ে দেয়া হয়।