12:51 AM, 13 November, 2025

মুরাদনগরে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিপুল ভোটে জয়ী

FB_IMG_1554116201452

সফিকুল ইসলাম,

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

…………………………………………

চতুর্থধাপে অনুষ্ঠিত হওয়া কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের ছেলে ড. আহসানুল আলম সরকার কিশোর নৌকা প্রতিক নিয়ে বিপুলভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতিক নিয়ে এ্যাড. আবুল কালাম আজাদ তমাল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতিক নিয়ে সানোয়ারা বেগম লুনা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রবিবার রাত ১২ টায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তন থেকে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহম্মদ সিকদার।

উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৮৩ হাজার ১৫৮। মোট ১৩৭টি ভোট কেন্দ্রে চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ৫৯৯ এর মধ্যে ৩ হাজার ৩৪৮টি ভোট বাতিল হয়।

চেয়ারম্যান পদে ড. আহসানুল আলম সরকার কিশোর ভোট পেয়েছেন ১ লক্ষ ৩১ হাজার ১০৬ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতীকে গোলাম কিবরিয়া সরকার পেয়েছেন ১৫ হাজার ৬৫২ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে নাজমা আক্তার ২ হাজার ২৪৪ ও স্বতন্ত্র প্রাথী আনারস প্রতিক নিয়ে মো: তসলিম মিয়া ১ হাজার ২৫৪ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে এ্যাড. আবুল কালাম আজাদ (তমাল) পেয়েছেন ৮২ হাজার ৩৬১ ভোট। নিকটতম প্রার্থী উড়োজাহাজ প্রতীকে হাবিবুর রহমান পেয়েছেন ৪২ হাজার ৬১ ভোট, তালা প্রতীক নিয়ে আতিকুর রহমান হেলাল ১৬ হাজার ৭১৫, বই প্রতীক নিয়ে আলী ইমাম কাউছার ২ হাজার ৮৮১, টিয়া পাখি প্রতীকে রাজিব মুন্সি ২ হাজার ৩৮, মাইক প্রতীকে মোহাম্মদ আলম ১ হাজার ৬৪৭ ও টিউবওয়েল প্রতীকে আব্দুল্লাহ নজরুল ১ হাজার ৯২ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে সানোয়ারা বেগম লুনা পেয়েছেন ১ লক্ষ ৪ হাজার ৯ ভোট। নিকটতম প্রার্থী কলস প্রতীকে কুলসুম আক্তার পেয়েছেন ৩০ হাজার ৬১ ভোট। পদ্মফুল প্রতীক নিয়ে আছমা বেগম রত্না ১২ হাজার ৮৯২ ভোট পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *