12:52 AM, 13 November, 2025

উপজেলা পরিষদ নির্বাচন: যশোরে নৌকা ৫, স্বতন্ত্র ৩

received_307093409965200
শাহারিয়ার হুসাইন :   পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে যশোরের ৮ উপজেলায় আওয়ামী লীগের ৫ জন ও ৩ জন নৌকার বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেছেন।
রোববার সাত উপজেলায় চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে বেসরকারি ফলাফলে ৮ উপজেলার নির্বাচিত চেয়ারম্যানদের নাম জানা গেছে।
কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আগেই যশোর সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীন চাকলাদার নির্বাচিত হন। শার্শায় চেয়ারম্যান পদে মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখানে কোন ভোট হয়নি।
এছাড়া নির্বাচনে জয়ীরা হলেন – কেশবপুরে আওয়ামী লীগের বিদ্রোহী কাজী রফিকুল ইসলাম (আনারস), মণিরামপুরে নাজমা খানম ( নৌকা), বাঘারপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী নাজমুল ইসলাম কাজল (আনারস), ঝিকরগাছায় আওয়ামী লীগের বিদ্রোহী মনিরুল ইসলাম (আনারস), অভয়নগরে আওয়ামী লীগের শাহ্ ফরিদ জাহাঙ্গীর, চৌগাছায় আওয়ামী লীগের ড. মোস্তানিছুর রহমান (নৌকা)। যশোর সদরে আওয়ামী লীগের শাহীন চাকলাদার ও শার্শায় সিরাজুল হক মঞ্জু বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
ঝিকরগাছায় আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম (আনারস) ৭৫ হাজার ৫শ’৪৬ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. মোহাম্মদ আলী রায়হান পেয়েছেন ২৩ হাজার ৯শ’৬০ ভোট।
চৌগাছায় আওয়ামী লীগের ড. মোস্তানিছুর রহমান ( নৌকা) ৫৬ হাজার ৮শ’৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দলীয় প্রতিদ্বন্দ্বী এসএম হাবিব পেয়েছেন ৩৫ হাজার ৫শ’ ২৬ ভোট।
কেশবপুরে আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী কাজী রফিকুল ইসলাম (আনারস) ৪৭ হাজার ৯শ’ ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকের এইচএম আমির হোসেন পেয়েছেন ৩৫ হাজার ৮শ’ ১৯ ভোট।
 মণিরামপুরে আওয়ামী লীগের নাজমা খানম ( নৌকা) ৭৪ হাজার ২শ’ ৩১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দলীয় স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন লাভলু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৮শ’৬৪ ভোট।
অভয়নগরে আওয়ামী লীগের শাহ্ ফরিদ জাহাঙ্গীর (নৗকা) ৪১ হাজার ৫শ’ ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দলীয় স্বতন্ত্র প্রার্থী রবীন অধিকারী ব্যাচা আনারস প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৯শ’ ৫৭ ভোট।
 বাঘারপাড়ায় আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী নাজমুল ইসলাম কাজল (আনারস) ৪০ হাজার ৩শ’৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকের প্রার্থী হাসান আলী পেয়েছেন ২৬ হাজার ৩শ’১৪ ভোট।
বিজয়ী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ঝিকরগাছা উপজেলার সেলিম রেজা ( ৬৯২৫৬ ভোট), লুবণা তাক্ষী (৪৯১৭৬ ভোট),
কেশবপুরে পলাশ কুমার মল্লিক (৪০৯২৯ ভোট), নাসিমা আক্তার সাদেক ( ৪০৫৪১ ভোট ), মণিরামপুরে উত্তম চক্রবর্তী বাবলু (৫৮২১৮ ভোট ), কাজী জলি আক্তার ( ৮১১০৩ ভোট), চৌগাছায় দেবাশিষ মিশ্র জয়, নাজনীন নাহার, বাঘারপাড়ায় আব্দুর রউফ ( ৪৬২১৬ ভোট), বিথিকা বিশ্বাস ( ২৫৫০৮ ভোট) অভয়নগরে আক্তারুজ্জামান তারু (৩৩৭৪৪ ভোট ) ও ডা. মিনারা পারভীন ( ৩২৭০৪ ভোট)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *