11:19 AM, 13 November, 2025

নাগরপুরে উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রের শিক্ষার্থীদের গণজমায়েত, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

nagarpur photo 13.06 (1)

আল তুহিন আজাদ
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে মৌলিক সাক্ষরতা প্রকল্পের উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রের শিক্ষার্থীদের অংশগ্রহনে গণজমায়েত, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩জুন) সকালে উপজেলা প্রশাসন উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও মৌলিক সাক্ষরতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিমা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, সদর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহম আলী প্রমূখ। এসময় এ প্রকল্পের আওতায় শিক্ষা গ্রহনকারী শিক্ষার্থী , শিক্ষক সহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।