1:24 PM, 13 November, 2025

ঈদে কোলাকুলি করা ঠিক নয়, দেওবন্দের নয়া ফতোয়া

eid_7

নিউজ ডেস্কঃ কিছু দিন আগেই বিশ্বব্যাপী মুসলিম জনগোষ্ঠী ঈদুল ফিতর উদযাপন করেছেন। ঈদের এই ডামাডোলের মধ্যেই ঈদকে কেন্দ্র করে বিশেষ করে ঈদের কোলাকুলি নিয়ে ভারতের দেওবন্দের দারুল উলুম মাদ্রাসা কর্তৃপক্ষ নতুন এক ফতোয়া জারি করেছিল।

এতে ঈদের সময় কোলাকুলি করা ঠিক নয় বলে জানানো হয়। ঈদের সময় ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ফতোয়াটি বেশ গুরুত্বের সঙ্গেই প্রচারিত হয়।

দারুল উলুম দেওবন্দের দেয়া সাম্প্রতিক ফতোয়াতে শিক্ষা প্রতিষ্ঠানটির ইসলামি চিন্তাবিদরা জানিয়েছেন, ঈদে একে অপরের সঙ্গে কোলাকুলি করা ইসলামের দৃষ্টিতে শোভনীয় নয়। ফতোয়াটি নিয়ে ব্যাপক বিতর্কেরও সৃষ্টি হয়। ঈদের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ফতোয়াটি ভাইরাল হয়ে যায়।

এতদিন ধরে ঈদে একে অপরের সঙ্গে কোলাকুলি করাকে সম্প্রীতির অনন্য নজির হিসেবে দেখা হতো। কিন্তু ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, পাকিস্তানি একজন ব্যক্তি এই কোলাকুলির ব্যাপারে প্রশ্ন করেন। তিনি জানতে চান, কেউ যদি কোলাকুলির জন্য এগিয়ে আসে তাহলে কি তার সঙ্গে কোলাকুলি করতে হবে? মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এই ব্যাপারে তার জীবদ্দশায় কি প্রমাণ করেননি ঈদে কোলাকুলি করা উত্তম?

দারুল উলুমের আলেমরা জানান, যদি কেউ কারো সঙ্গে কোলাকুলি করতে চায় তাহলে তাকে ভালোবাসার সঙ্গে অত্যন্ত বিনীতভাবে থামাতে হবে। এই পরিস্থিতিতে যেন কোন বাদানুবাদ না হয় সে ব্যাপারটি অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলানোর জন্যও পরামর্শ দেয়া হয়।

তবে দীর্ঘ দিন পরে কারো সঙ্গে যদি দেখা সাক্ষাৎ হয় তাহলে তার সঙ্গে কোলাকুলি করার ক্ষেত্রে কোন বাধা নেই বলে উল্লেখ করা হয় ফতোয়াতে।