12:30 AM, 13 November, 2025

নবাবগঞ্জে করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

62485330_367482577235323_8182658124813959168_n

এম এ সাজেদুল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকেঃ

দিনাজপুরের নবাবগগঞ্জ উপজেলার প্রবাহমান করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, বুধবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের সিরাজ বালুয়া পাড়ার (কালিতলা) নামক স্থানে করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
স্থানীয়রা জানান- সকালে ওই নদীতে জেলেরা মাছ ধরতে গিয়ে মরদেহটি পানিতে ভাসতে দেখতে পায়। পরে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, এখন পর্যন্ত মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যাযনি। মরদেহটি ময়না তদন্তের জন্য এম রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।