9:57 PM, 12 November, 2025

খালেদা জিয়াকে দন্ত বিভাগে নেয়া হয়েছে

khaleda-zia_60

নিজস্ব সংবাদদাতাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দন্ত বিভাগে নেয়া হয়েছে। বেলা সোয়া ১টার দিকে খালেদা জিয়াকে তার ৬২১ নম্বর কেবিন থেকে দন্ত বিভাগে নেয়া হয়েছে।

পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. আব্দুল্লাহিল কাফি বলেন, ‘চিকিৎসার জন্য খালেদা জিয়াকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর ১টার দিকে দন্ত বিভাগে নিয়ে যাওয়া হয়।’

খালেদা জিয়ার মাড়ির নিচের দিকে একটি দাঁত ধারাল হয়ে পড়েছিল। এর সাথে ঘষা লেগে তার গালে একটি আলসার হয়েছিল। অন্যান্য ওষুধে তা না কমায় এখন দাঁতটি তুলে ফেলতে হচ্ছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ওরাল অ্যান্ড ম্যাক্সিফেসিয়াল বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা খাতুনের তত্ত্বাবধানে দাঁতটি তুলে ফেলা হচ্ছে।

এদিকে দুপুর সাড়ে ১২টা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোগী ছাড়া অন্যদের প্রবেশ বন্ধ করে দেয় শাহবাগ থানা পুলিশ।

গত ২৫ মার্চ বেগম খালেদা জিয়াকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়। খালেদা জিয়া আর্থাইটিস ও ডায়াবেটিসের সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন।

বিএসএমএমইউ-তে ভর্তি পর গত ২৮ মার্চ খালেদা জিয়ার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এ বোর্ডের প্রধান হলেন ডা. জিলন মিঞা।

বোর্ডের অন্য সদস্যরা হলেন- ডা. সৈয়দ আতিকুল হক, ডা. তানজিমা পারভিন, ডা. বদরুন্নেসা আহমেদ, ডা. চৌধুরী ইকবাল মাহামুদ। এছাড়া ডা. শামিম আহমেদ এবং ডা. মামুন মেডিকেল বোর্ডকে সহযোগিতা করছেন।