বরগুনা আমতলী উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

এইচ. এম. রাসেল,
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
…………………………………………
আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান, ভাইস চেয়ারম্যান পদে মোঃ মজিবর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ তামান্না আফরোজ মনি বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
আমতলী সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানাগেছে, আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান ৩৫৬২৮ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আলহাজ্ব সামসুদ্দিন আহম্মেদ ছজু পেয়েছেন ২৬৩৩৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মোঃ মজিবর রহমান ৩১২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ মোয়াজ্জেম হোসেন খান ২৭৫২১ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ তামান্না আফরোজ মনি ৩২০৩৮ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোসাঃ মাকসুদা আকতার জোসনা পেয়েছেন ২৬৬৪৫ ভোট।
সহকারী রিটার্নিং অফিসার ইউএনও মোঃ সরোয়ার হোসেন বলেন, আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান, ভাইস চেয়ারম্যান পদে মোঃ মজিবর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ তামান্না আফরোজ মনি বে-সরকারীভাবে বিজয়ী হয়েছেন।
