8:20 AM, 13 November, 2025

পলাশবাড়ী এস.এম সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে সংবর্ধনা

PIC (2)

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে সংবর্ধনা ও প্রয়াত শিক্ষকদের স্মরণে দো’আ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে রোববার বিকেলে উপজেলার মহদীপুর ইউনিয়নের দয়ারপাড়ায় নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটির সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ হাসান আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, পলাশবাড়ী সরকারি কলেজের (অবঃ প্রাপ্ত অধ্যক্ষ) প্রফেসর মো. শাহাজহান আলী সরকার, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান ও কবি-সাহিত্যিক বজলার রহমান রাজা, নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুকেশন সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুল্যা আল-মামুন, এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আলিউল ইসলাম বাদল, মাহাবুব রেজা, হামিদুল হক, আতাউর রহমান মন্ডল, সাধন কুমার সরকার। অনুষ্ঠানে প্রয়াত শিক্ষকদের স্মরণ করা ছাড়াও দেশ-জাতির সুখ-সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দো’আ পরিচালনা করেন দয়ারপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. মুসা কালিমুল্লাহ্।