1:27 PM, 13 November, 2025

দিনাজপুর ৬আসনের এমপি শিবলী সাদিকের বিয়ে সম্পন্ন

FB_IMG_1560064588393

এম এ সাজেদুল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ (দিনাজপুর)থেকে:

দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিকের শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে। গত ৮ই জুন শনিবার রাতে নবাবগঞ্জের স্বপ্নপুরীতে এই শুভ বিবাহ অনুষ্ঠিত হয়।কনে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সিপি রোড নিবাসী বাবু মল্লিকের ৩য়সন্তান খাদিজা শিমু।

বিবাহ অনুষ্ঠানে উভয় পরিবারের আত্মীয়-স্বজন ছাড়াও ৪উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।হাকিমপুর মহিলা কলেজে অধ্যায়নরত কনে খাদিজা শিমুর এটি ১ম বিবাহ হলেও এমপি শিবলী সাদিকের এটি ২য় বিবাহ।২০১১ সালে জনপ্রিয় কন্ঠশিল্পী ক্লোজআপ ওয়ান খ্যাত কুষ্টিয়ার মেয়ে মৌসুমি আক্তার সালমার সাথে পারিবারিকভাবেই শিবলী সাদিকের ১ম বিবাহ সম্পন্ন হয়।লালনকন্যা খ্যাত সালমা ও নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান থেকে দিনাজপুর-৬ আসনের
সংসদ সদস্য হওয়া শিবলীর সংসারজুড়ে আসে একমাত্র কন্যা স্নেহা। ২০১৬ সালে পারিবারিক দ্বন্দ্ব চরমে উঠলে উভয়ে ডিভোর্সের উদ্যোগ নেন।এমপি শিবলী সাদিক এতোদিন বিবাহ বন্ধনে না জড়ালেও ২০১৮ সালের শেষের দিকে কন্ঠশিল্পী সালমা ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল­াহ নূরে সাগর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাগর পেশায় ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট।