যশোরের শার্শার বসতপুর মোটরসাইকেল আরোহী নিহত:গুরুতর আহত -১

শাহারিয়ার হুসাইন : যশোরের শার্শায় বন্ধুর শ্বশুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ডিমের ছোট কার্ভাড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে । উপজেলার বসতপুর ফুলতলা নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে । রবিবার বিকাল সাড়ে তিনটায় এ ঘটনায় নিহত হয়েছেন বসতপুর গ্ৰামের ওমর আলীর ছেলে লিটন হোসেন (১৮) । এ ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন একই গ্রামের আলাউদ্দিনের ছেলে হুমায়ূন (২০)। সে গুরুতর অবস্থায় সাতমাইল জোহরা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আছেন ।
প্রত্যাক্ষদর্শীরা জানান , দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে বসতপুর ফুলতলা নামক স্থানে আসলে গোগার দিক থেকে দ্রুত গামী একটি ডিমের গাড়ী আমাদের সামনাসামনি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায় । এ বিষয়ে জানতে চাইলে বসতপুর গ্ৰামের ইউপি সদস্য আলী আহমদ বলেন,এ ঘটনায় আমরা কোন গাড়ি আটক করতে পারেনি ।তবে আমরা চোখে দেখিনি বিধায় বিষয়টি আমরা পরিস্কার না । তবে লাশ যাতে মর্গে পাঠানো না হয় সে বিষয়ে চেষ্টা চালাচ্ছি ।
এ বিষয়ে জানতে বাগআচড়া পূলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রহিম হাওলাদার বলেন,গোগার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে বসতপুর গামি মটর সাইকেল আরোহী পিকাপ ভ্যানকে সাইড দিতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন ।
