গাইবান্ধায় চাপাদহ প্রাথমিক বিদ্যালয়ের শর্তবর্ষ পালিত

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, জাতীং সংগীত পরিবেশন, আনন্দ র্যালী, কেক কাটা, পবিত্র কোরনআন তেলাওয়াত, আলোচনা সভা, প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদ এন্তাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবীর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, জেলা হাসপাতালের অ্যানথেসিয়া বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডাঃ মো. আসাদুজ্জামান সাজু, বিদ্যালয়ের সভাপতি মো. রবিউল আলম ফরহাদ, প্রধান শিক্ষক মোছা. মাহবুবা সুলতানা প্রমুখ।
