9:57 AM, 13 November, 2025

গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী-শিশুসহ ৪০ জন যাত্রী আহত

Gaibandha 02

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা রংপুর মহাসড়কের সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নে বুড়ির ঘর নামক স্থানে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঘোড়াঘাট থেকে গাইবান্ধাগামী শহীদ সচি পরিবহন ঢাকা মেট্রো-১৪ নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে নারী, শিশুসহ অন্তত: ৪০ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস এর কর্মীরা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তাররা জানান, আহতরা খুবই গুরুতর এবং তাদের অনেকেরই অঙ্গহানী ঘটেছে । তাদের চিকিৎসা দিতে আমাদের হিমসিম খেতে হয়েছে। আহতরা হলো – মন্জুরুল (২২), আলেয়া (২৪), সাইদুর (৩০), আরমান (৫০), গোফফার (৪০), মনোয়ার (৩০), কদের (৩৫), তারা বানু (৪০), রিমা (৫), সুরুজ্জামান (৫০), সোমা (২৫), সুমন মিয়া (১২), ফাইমা (১), শহীদুল (৩০), মহসীন (১৮) , জলিল (৬০), উজ্জল (৩৫)। পুলিশ জানায়, দুমড়ে মুচড়ে যাওয়া বাসটিকে হেফাজতে নেয়া হয়েছে। এরির্পোট লেখা পর্যন্ত একটি মামলা দয়ের করার প্রস্তুতি চলছে ।