রাজধানীতে হঠাৎ বৃষ্টি, শাহজালালে বিমান উঠানামা ব্যাহত

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীতে হঠাৎ করেই তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যার পর থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। আগামী তিনদিন এ ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া বিকেল ৩টা থেকে পরবর্তী ১২ ঘণ্টায় বিরূপ আবহাওয়া বিরাজ করার পূর্বাভাস দেওয়া হয়।
এদিকে খারাপ আবহাওয়ার কারণে শাহজালাল বিমানবন্দরে বিমান উঠানামা সাময়িক বন্ধ রয়েছে। ঢাকা থেকে নির্ধারিত সন্ধ্যার ফ্লাইটগুলো বিলম্বে ছাড়বে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
একই কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আবহাওয়া হঠাৎ বৈরী হওয়ায় বিকেল সাড়ে ৫টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
রবিবার বিকেল থেকে ঢাকায় মেঘলা আকাশ বিরাজ করছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটারে বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
