প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রবিবার বিকেলে

নিউজ ডেস্কঃ জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১১ দিনের সফরের বিভিন্ন দিক নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল রবিবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার সকালেই ফিনল্যান্ড থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। সৌদি আরব থেকে গত ৩ জুন ফিনল্যান্ড যাত্রা করেছিলেন তিনি।
এই সফরে গত ২৮ মে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রী। টোকিওতে ‘দ্য ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
জাপান সফর শেষে ওআইসির চতুর্দশ সম্মেলনে যোগ দিতে ৩০ মে শেখ হাসিনা সৌদি আরবে যান। সম্মেলনে অংশ নেওয়ার পর ওমরাহ পালন করেন তিনি, জিয়ারত করেন মহানবীর (স.) রওজা। এরপর যান ফিনল্যান্ডে।
