রক্ষণাত্মক পরিকল্পনা নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ

মোঃ আলী আকবর রনী
ক্রিড়া প্রতিবেদকঃ
বিশ্বকাপ ক্রিকেট এর নিজেদের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ স্থানীয় সময় দুপুর ৩.৩০ মিনিটে মুখোমুখি হবে ইংল্যান্ডের বিপক্ষে। আজকে খেলা হবে বাংলাদেশের জন্য সবসময় সুখকর স্মৃতি বয়ে আনা কার্ডিফের সোফিয়া গার্ডেন, যে মাঠে বাংলাদেশ ২০০৫ সালে অষ্টেলিয়াকে বদ করেছিল। ইংল্যান্ড তাদের নতুন কোটের অধিনে চিরচেনা ইংল্যান্ডের খেলা পরিবর্তন করে আক্রামণাত্ম খেলা উপহার দিয়ে যে কোন কঠিন টার্গেটকেও নিমিসেই সহজ করে জয় উপহার দিয়ে আসছিল বেশ কয়েকটি সিরিজে। বিশ্বাকাপের কয়েকদিন আগের পাকিস্তান এর দ্বিপাক্ষিক সিরিজে রিতিমতো বড় বড় রানের টার্গেটকে নিমিষের মধ্যে উড়িয়ে দিয়ে জয় দিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াস করেছে। ইংল্যান্ডের এই দলের কাছে যে যে কোন রানই তুচ্ছ মনে হয়। এমনকি ৪৮১ রানের পাহাড় সমান রান করে ফেলেছেন ওডিআই ক্রিকেটে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার স্বাগতিক ইংল্যান্ড।
তাই আজকের খেলা নিয়ে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বলেন, আক্রমণাত্মক খেলে নয়, রক্ষাত্মক ক্রিকেট খেলে ইংল্যান্ডকে আটকে রাখার পরিকল্পনা মাঠে নামবেন। ‘ইংল্যান্ড খুবই শক্তিশালী দল, ওরা যে আমাদের উপর এ্যাটাক করে খেলবে, এটাই স্বাভাবিক। ওরা অন্যান্য বড় বড় দলের সাথেও এভাবে আক্রামণাত্মক খেলে থাকে। এই জন্য কখোনো কখোনো ডিফেন্সই ভালো এ্যাটাক হিসেবে কাজ করে।
আগের ম্যাচে নিউজিল্যান্ডে কাছে অল্প রানের জন্য এবং খুব অল্প মার্জিনে ম্যাচটি হেরে যায়। কিন্তু সবচেয়ে বড় দিক হলো বাংলাদেশ এখন শেষ পর্যন্ত লড়াই করে। অল্প কিছু রান সংগ্রহ করতে পারলে অবশ্য ম্যাচের রেজাল্টিও ভিন্ন হতে পারতো অধিনায়ক বলেন।
বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ডও ভালো। ২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। দেখা যাক আজকে বাংলাদেশ দল তাদের সেরা খেলাটি উপহার দিয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তাদের রেকর্ডটি অক্ষুন্ন রাখতে পারে কিন।
