আইসিসির নিষেধাজ্ঞা অমান্য করেই খেলবেন ধোনী!

স্পোর্টস ডেস্কঃ এবারের বিশ্বকাপ ক্রিকেটে অন্যতম ফেবারিট দল ‘টিম ইন্ডিয়া’। খেলার মাঠের সাথে সাথে বেশ দাপুটে অবস্থানে আছেন আইসিসির সাথেও। ক্রিকেট বিশ্বের অঘোষিত মোড়লদের তালিকায় থাকা ভারত তার সেই নামটির যথার্থ রূপও দেখাচ্ছে মাঝে মাঝে। এবারের আসরে ‘ম্যাচের ফিকচারে ভারতকে সুবিধা দেয়া হয়েছে’ এমন একটি অভিযোগ এনে বিতর্ক শুরু হয়।
এই বির্তকের মাঝেই শোনা গেলে নিজেদের প্রথম ম্যাচে আইসিসির আইনের বাইরে গিয়ে বিশেষ প্রতীক সম্বলিত গ্লাভস পরেছেন দলটির অধিনায়ক ও উইকেট রক্ষক এমএস ধোনী। পরবর্তী ম্যাচ গুলোতে এই গ্লাভস পরে মাঠে না নামার নির্দেশ দিয়েছে আইসিসি। কিন্তু সেই আদেশ মানতে নারাজি জানিয়েছে ভারত!
ভারতীয় রিজার্ভ ফোর্স টেরিটোরিয়াল আর্মির একজন সদস্য এমএস ধোনি এবারের বিশ্বকাপে যে গ্লাভস পরে খেলছেন – তাতে সামরিক বাহিনীর প্রতীক আছে। আইসিসির নিয়ম অনুযায়ী খেলার সময় এরকম প্রতীক সম্বলিত গ্লাভস পরা বিশ্বকাপের বিধিমালার লঙ্ঘন। তাদের নীতিমালা অনুসারে উইকেট-রক্ষকদের গ্লাভসে শুধু নির্মাতাদের প্রতীক থাকতে পারে, এর বাইরে অন্য কিছু নয়।
কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছে তারা এই আদেশ মানতে রাজী নয়। ধোনির গ্লাভসের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্যে তারা আইসিসিকে একটি অনুরোধ পাঠিয়েছেন। কিন্তু আইসিসির জবাব দেয়ার আগেই তারা এটাও জানিয়েছে যে আগামী ম্যাচগুলোতেও ধোনি এই গ্লাভস পরেই খেলবেন!
তাদের এই বার্তাই বলে দিচ্ছে, সিদ্ধান্ত নিজেদের পক্ষে থাকলে সাধুবাদ জানাবে। নাহলে আইসিসির সিদ্ধান্ত কে তারা রীতিমত বৃদ্ধাঙ্গুলিই দেখাবে।
