সৌম্য ও তামিমের পর ‘ভুল বোঝাবুঝি’তে ফিরলেন মুশফিক

স্পোর্টস ডেস্কঃ সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে প্রায় আউট হতে বসেছিলেন তামিম ইকবাল। আবারও একই ঘটনা ঘটল বাংলাদেশের ইনিংসে। প্রথম ম্যাচের মতো তামিম-সৌম্যর আউটের পর আজও জুটি জমিয়ে তুলেছিলেন মুশফিক-সাকিব। দুজনের ৫০ রানের জুটিতে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। হঠাৎ ছন্দপতন। সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান-আউট হয়ে যান মুশফিকুর রহিম (১৯)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১৪২ রানের জুটি উপহার দিয়েছিলেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম।
২৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৩ রান।
লন্ডনের কেনিংটন ওভালে নিউজিল্যান্ড অধিনায়ক টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়।
চলতি আসর দু’দলই শুরু করেছে জয় দিয়ে। বাংলাদেশ ক্রিকেট দল তাদের প্রথম ম্যাচে হারিয়েছে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে। এদিকে নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
প্রথম পর্বে ভালো অবস্থানে থাকার জন্য দু’দলই আজ তাই মাঠে নেমেছে জয়ের জন্য।
