এখনও দেখা যায়নি ঈদের চাঁদ

নিউজ ডেস্কঃ এখন পর্যন্ত দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আজ ৪ জুন, মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে বসার কথা থাকলেও এখনোতা শুরু হয়নি। চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয় থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
আজ চাঁদ দেখা গেলে আগামীকাল ৫ জুন, বুধবার বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
সলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
এরই মধ্যে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে নামাজের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।
