2:02 AM, 13 November, 2025

কবিতাঃ ঈদ মোবারক

index

“ঈদ মোবারক”

হাবিবা সুলতানা

ঈদেঁর দিনে মনে মনে

সবার খুশি প্রানে প্রানে

উঠল বাজে গানে গানে

তরূন যুবক এক হয়ে সব

ঈদের গান গায়

সেই গানেরী মাঝে শত আনন্দ পায়।

ঈদের খুশির তালে তালে

গায় সখীরা গীত।

ঈদ মোবারক,ঈদ মোবারক, ঈদ মোবারক.ঈদ।।

ঈদের দিনে অবুঝ মনে

হাসি ফুটে অচেতনে

পাখি ওড়ে বনে বনে

দল ছুটে যায় জনে জনে।

সেই খুশিতে গায়ের শিশু নাচিয়ে তোলে পিক।

ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক ঈদ।।

নতুন জামা পড়ে তারা ঈদ গাহে যায়

যাওয়ার পথে হাসি খুশিতে আবার তাকায়

সেই তাকানোর মাঝে মধ্যে সেমাই পিঠা খায়

মজার মজার খাবার খেয়ে ঈদ গাহে যায়

সেখানেতে নামায পড়ে সবাই ঘুরতে যায়

ঈদের দিনে কারো মনে থাকেনা কোনো জিদ

ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক ঈদ।।