গোবিন্দগঞ্জে হিরোইন সহ চিহ্নিত মাদক ব্যবসায়ি গ্রেফতার

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৫০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ি জহুরুল হক (৬৫) কে গ্রেফতার করেছে। গতকাল ২ জুন রবিবার সকালে এসআই মমিরুল এবং মামুনের নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের আলোকে পৌরসভাস্থ গোলাপবাগ বাজার এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী আসামি ১। জহুরুল হক(৬৫) কে ২৫০ গ্রাম হেরোইন সহ আটক করে। হিরোইনসহ গ্রেফতারকৃত ১। জহুরুল হক(৬৫) গোবিন্দগঞ্জ উপজেলার মালাধর গ্রামের পিতা মৃত নায়েব উদ্দিনের ছেলে।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত হেরোইন এর মুল্য ১২ লক্ষ ৫০ হাজার টাকা। আসামি জহুরুলের বিরুদ্ধে আদালতে আরো ২ টি মামলা বিচারাধীন রয়েছে। হিরোইনসহ আটকের ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে।
