8:24 AM, 13 November, 2025

মন্ত্রীর প্রেস ব্রিফিংয়ে দুই কর্মকর্তার রাজকীয় ঘুম!

sleep-in-press-briefing

নিউজ ডেস্কঃ সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় গৃহীত ব্যবস্থা জানাতে আজ ৩১ মার্চ, রবিবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।উক্ত সংবাদ সম্মেলনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম গুরুত্বপূর্ণ কথা বলছেন, আর তার পিছনেই বসে থাকা রাজউকের দু’জন কর্মকর্তা ঘুমে কাতর।

ভিডিওতে দেখা যায়, সম্মেলনে যখন মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন। তার বক্তব্যের পুরটা সময় জুড়ে ঘুমে কাটান এই দুই কর্মকর্তা। তাদের মধ্যে একজন ঘুমাতে ঘুমাতে মাঝে মাঝে ঢুলে পড়ছিলেন।

মন্ত্রীর পেছনে ঘুমানো সাদা শার্ট পরিহিত রাজউকের ওই কর্মকর্তার নাম আজহারুল ইসলাম খান। তিনি রাজউকের একজন সদস্য (এস্টেট ও ভূমি)। তবে তাৎক্ষণিকভাবে অপর কর্মকর্তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এতো গুরুত্বপূর্ণ একটা সংবাদ সম্মেলনে কর্মকর্তার ঘুমিয়ে পড়ার ঘটনায় সমালোচনা চলছে সামজিক যোগাযোগ মাধ্যমে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘বিল্ডিংয়ে অগ্নিনির্বাপক ব্যবস্থা বা কোন কোন ক্ষেত্রে গ্যারেজ রাখার বাধ্যবাদকতার বিধান ছিলো না। আমার সিদ্ধান্ত নিয়েছে সে সব বাস্তবায়নের জন্য আমরা নির্দেশনা প্রদান করবো।প্রতিটি বিল্ডিং যারা ব্যবহার করবেন, তাদের জীবনের নিরাপত্তা, অগ্নিকাণ্ড হলে দ্রুত সেটা নির্বাপনের করা, এ জাতীয় ব্যবস্থা আমরা রাখবো। আর ইনকোয়ারি প্রসেস রাজউক থেকে আলাদাভাবে শুরু হবে।’

তিনি আরো বলেন, ‘আগামীকাল ২৪টি টিম ঢাকার প্রাথমিক পর্যায়ে বহুতল ভবন গুলোকে চিহ্নিত করবে। এই কোন বহুতল ভবনের নির্মাণ নিয়ম মানা হয়নি অথবা যে সকল শর্তাদি প্রতিপালন করতে হবে সেগুলো প্রতিপালন করেনি। সেগুলোকে চিহ্নিত করার জন্য আমরা সর্বোচ্চ সময় রাখছি ১৫ দিন। আশা করছি ১৫ দিনের পূর্বেই আমরা বহুতল ভবনের রির্পোট পেয়ে যাবো। রির্পোট পওয়ার পরে আমরা জনসম্মুখে প্রকাশ করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *