দেবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত মা, নিহত ছেলে

কাজী সাইফুল
পঞ্চগড় প্রতিনিধিঃ- পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে তন্নয় চদ্র (১৬) নামে
এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ রবিবার বিকাল ৫.৩০মিনিটে উপজেলার লক্ষীরহাট চৌরাস্তা বাজারে এই দূর্ঘটনাটি ঘটে।
তন্ময় লক্ষীরহাট এলাকার কাটুহাড়ি বেভুলপাড়া গ্রামের রতন রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তন্ময় তার মাকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে লক্ষীরহাট বাজারে যাচ্ছিল।
এসময় বোদা থেকে দেবীগঞ্জের উদ্দেশে আসা এক ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মা ও ছেলে গুরুত্বর
আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তন্ময়ের অবস্থা
গুরুত্বর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেলে প্রেরণ করেন। রংপুরে নেওয়ার পথেই তন্ময়
মৃত্যুবরণ করে।
দেবীগঞ্জ থানার ওসি রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
