সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের মোবাইল ব্যবসায়ীর মৃত্যু

মো: আব্দুর রহিম, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইসবপুরে নোয়াগাও এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত পারভেজ (২৫) মোবাইল ব্যবাসা করতেন। শনিবার রাতে সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজের বাড়ি শ্রীমঙ্গল উপজেলা আশিদ্রোণে গনি মিয়ার ছেলে। মক্কা মার্কেটের ব্যবসায়ী সূত্রে জানা গেছে, রাতে সাড়ে আটার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাজাপুরে অসুস্থ বন্ধুকে দেখার উদ্দেশ্যে রওনা হয় পারভেজ।
কাভার্ড ভ্যান মোটর সাইকেলের মুখামুখি সংঘর্ষ সোটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পারভেজের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল পাঠান।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সাত্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার পরই কাভার্ড ভ্যানের গাড়ি পালিয়ে যায়।
