11:21 AM, 13 November, 2025

ঈদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন

11

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তুলে ধরে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম

সাংবাদিক সম্মেলনে তিনি সাংবাদিকদেরকে জানান আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে ঈদের আগে ও পরে গাইবান্ধা শহরে বিভিন্ন স্তরের নিরাপত্তা (পোশাকী পুলিশ, সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও হুন্ডা মোবাইল) ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদ উপলক্ষ্যে মার্কেট, শপিংমল, বাস টার্মিনাল ও রেলস্টেশনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন এবং পুলিশের টহল বাড়ানো হয়েছে। এসময়টাতে পুরো গাইবান্ধা শহর থাকবে নিরাপত্তার চাঁদরে ঢাকা। যে কোন ধরণের অপ্রতিকর ঘটনা ঠেকাতে প্রস্তুত রয়েছে জেলা পুলিশ।