ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে পলাশবাড়ীতে যাত্রী সেবা ক্যাম্পের উদ্বোধন করেন -পুলিশ সুপার

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে গাইবান্ধা জেলার ও রংপুর বিভাগের প্রবেশদ্বার পলাশবাড়ী সদরের চৌমাথায় মোড়ে আজ ১ জুন শনিবার বিকালে যাত্রী সেবা ক্যাম্পের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী ,ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম,সিনিয়র সহকারি পুলিশ সুপার আসাদুজ্জামান,ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম,টি আই আতাউর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধানসহ অনেকে। এসময় যাত্রী সাধারণ সহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে জেলার সার্বিক বিষয়ে নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।
