লালমোহনে আব্দুল মান্নান ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত

মেহেদী হাসান তানজীল,
ভোলা জেলা প্রতিনিধিঃ
লালমোহনের ফরাজগঞ্জে আব্দুল মান্নান ফাউন্ডেশনের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর আবুগঞ্জ বাজার ডাস এডুকেয়ার একাডেমীর হল রুমে এ ইফতার মাহফিল ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন প্রেস ক্লাবের যুগ্ন-সম্পাদক মোঃ মাহাবুুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাও মোঃ মোশাররফ হোসাইন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্বীপ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ ইউনুছ মিয়া,লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মোঃ ফিরোজ আলম, বিশিষ্ট সমাজসেবাক রহমত উল্লাহ সেলিম।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন করিমুন্নেসা হাফিজ মহিলা ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মহিববুল্লাহ রুবেল, প্রভাষক তারেকুজ্জামান, লালমমো হন ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক কাজী এবিএম মহিউদ্দিন, গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাহাবুদ্দিন, ডাঃ আজহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী, লালমোহন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আজিম উদ্দিন খান প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দ নাজমুল ইসলাম নাঈম।
অনুষ্ঠানে আব্দুল মান্নান ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী ফ্রি কুরআন শিক্ষা কর্মসূচীর আওতায় শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
