9:45 AM, 13 November, 2025

নাগরপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

nagarpur photo 31.05 (1)

আল তুহিন আজাদ
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার (৩১ মে) সকালে উপজেলার গয়হাটা উদয়তারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ বিদ্যালয়ের ৩১ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সহ সভাপতি আলহাজ্ব হামিদুর রহমান ঝন্টু’র ব্যক্তি উদ্যোগে অনুষ্ঠিত এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব হামিদুর রহমান ঝন্টু। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, অর্থের অভাবে যেন কোন শিক্ষার্থী ঝড়ে না পড়ে এজন্য আজকের এ বৃত্তি প্রদান। প্রতিটি শিক্ষার্থী যেন পড়ালেখা শিখে তার নিজের পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে তার জন্য আপনাদের পাশে আমি আছি। এ সময় আরও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী, রিক্সা ও ইজি বাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মো.শাহ আলম মিয়া, যুবলীগ নেতা মো.জাকির হোসেন প্রমূখ। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।