11:45 AM, 13 November, 2025

চার হাফ সেঞ্চুরিতে ইংল্যান্ডের সংগ্রহ ৩১১

england_5

স্পোর্টস ডেস্কঃ লন্ডনের ওভালে বিশ্বকাপের ১২ তম আসরের উদ্বোধনী ম্যাচে বড় রান সংগ্রহ করেছে স্বাগতিক ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে চার হাফ সেঞ্চুরিতে দলের সংগ্রহ ৩১১ রান।

বৃহস্পতিবার টসে জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংল্যান্ডকে। কিন্তু ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। শূন্য রানে ইমরান তাহিরের বলে সাজঘরে ফেরেন জনি বেয়ারস্টো। যদিও জেসন রয় ও জো রুটের হাফ সেঞ্চুরিতে সেই ধাক্কা দ্রুতই কাটিয়ে ওঠে স্বাগতিকরা।

কিন্তু কিছুক্ষণ পরই ১০৬ রানের পার্টনারশীপে আঘাত হানে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার অ্যান্ডি ফেহলুকায়ো। ১৮ ওভার ৪ বলে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড। ৫৩ বলে ৫৪ রান করে ফাফ ডু প্লেসির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জেসন রয়।

তবে জেসন রয় যাওয়ার পরের ওভারেই আবারো আঘাত ইংল্যান্ড শিবিরে। কাগিসো রাবাদার বলে ৫১ রান করে আউট হন জো রুট। ১৯ ওভার ১ বলে ৩ উইকেটে হারিয়ে আবারো চাপে স্বাগতিকরা।

কিন্তু অধিনায়ক ইয়ন মরগান ও বেন স্টোকসের জোড়া হাফ সেঞ্চুরিতে সেই ধাক্কা আবারো সামাল দিয়েছে ইংল্যান্ড। তবে ৩৭ ওভারে ইমরান তাহিরের স্পিন জাদুতে আবারো তার শিকারে পরিণত হন মরগান। ৬০ বলে ৫৭ রান করে ফেরেন তিনি। অবশ্য তাকে ভালো সঙ্গ দিয়েছেন বেন স্টোকস। শেষ পর্যন্ত ৭৯ বলে ৮৯ রান করে লুঙ্গি এনগিদির বলে আউট হন তিনি।

এ ছাড়া জস বাটলার ১৬ বলে ১৮ রান, মঈন আলি ৯ বলে ৩ রান ও ক্রিস ওকস করেন ১৪ বলে ১৩ রান। এ ছাড়া লিয়াম প্লাঙ্কেট ৯ ও জোফরা আর্চার ৭ রানে অপরাজিত রয়েছেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিদি নেন তিনটি উইকেট। ইমরান তাহির ও কাগিসো রাবাদা দুটি এবং অ্যান্ডি ফেহলুকায়ো পান একটি উইকেট।