‘ক্ষেপণাস্ত্রের জবাবে পাথর নয়, রকেট ছুড়ছে ফিলিস্তিনিরা’

আন্তর্জাতিক ডেস্কঃ দেশের প্রতিরক্ষায় ভূমিকা রাখার জন্য ফিলিস্তিনের সফলতার প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ফিলিস্তিনিরা এখন ইসরাইলের ক্ষেপণাস্ত্রের জবাবে পাথর নয়, রকেট ছুড়ে পাল্টা জবাব দিচ্ছে বলে মন্তব্য করেন রুহানি। বুধবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ কথা বলেন তিনি।
এ সময় রুহানি বলেন, ‘একটা সময় ছিল যখন ফিলিস্তিনি জনগণ পাথর ছুড়ে নিজেদের রক্ষার চেষ্টা করতো। কিন্তু এখন সময় বদলে গেছে। আজকের দিনে ফিলিস্তিনিরা ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দিচ্ছে।’
সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার জবাবে ফিলিস্তিনি যোদ্ধারা যে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সেটার জন্যেও প্রশংসা করেন ইরানের প্রেসিডেন্ট। ফিলিস্তিনিদের এই সাহস, ত্যাগ ও প্রযুক্তিগত সফলতার জন্য তিনি এ ধন্যবাদ জ্ঞাপন করেন।
রুহানি আরো বলেন, ‘ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে ইহুদিবাদী সেনারা ৪৮ ঘণ্টার মধ্যে পিছু হটতে বাধ্য হয়। ইসরায়েলের কথিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম ফিলিস্তিনিদের সে ক্ষেপণাস্ত্র রুখতে ব্যর্থ হয়েছে।’
প্রসঙ্গত আগামীকাল শুক্রবার যখন সারাবিশ্বে পবিত্র কুদস দিবস পালিত হবে। ঠিক তার আগে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এমন মন্তব্য করলেন।
