9:37 AM, 13 November, 2025

মোবাইল ব্যবসায়ী‌দের উদ্যোগে শ্রীমঙ্গ‌লে ইফতার মাহফিল

20190529_182336
‌মো: আব্দুর র‌হিম, মৌলভীবাজার: মৌলভীবাজা‌রের শ্রীমঙ্গ‌লে ‌মোবাইল ব্যবসায়ী‌দের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার শ্রীমঙ্গল শহ‌রের শশুরবাড়ি রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হা‌নিফ মাল‌ন্টি‌মি‌ডিয়ার স্বতা‌ধিকারী মো: আবু হা‌নি‌ফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী স‌মি‌তির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, শ্রীমঙ্গল প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক এম ই‌দ্রিস আলী, সাংবা‌দিক ঝলক দত্ত, ‌দৈ‌নিক আ‌লোর শ‌ক্তি প‌ত্রিকার প্রকাশক মো: আব্দুর র‌হিম শ্রীমঙ্গল ব্যবসায়ী স‌মি‌তির সাংগঠ‌নিক সম্পাদক কামরুজামন জুয়েল আহমদ, ‌নিসচা’র মো: আমজাদ হো‌সেন র‌নি, নিসচা’র গোলাম রহমান মামুন, ইডাফের সভাপ‌তি সাইদুল ইসলাম সবুজ ও সহ সভাপ‌তি ফারুক হো‌সেন শ্রীমঙ্গল ব্যবসায়ী স‌মি‌তির সদস্য প্রমূখ।
আ‌রোও উপ‌স্থিত ছি‌লেন বি‌ভিন্ন মাল‌ন্টি‌মি‌ডিয়ার স্বতা‌ধিকারী, মোবাইল গার্ড র‌ফিকুল ইসলাম, মোবাইল মেলার মো: আলতাফ হো‌সেন, ‌নিউ ফজল ‌টে‌লিকম আব্দুল আ‌জিজ, মা টে‌লিকম মাহমুদুর হাসান কাবুল, আম্মাজান টে‌লিকম মো: ইউসুফ আহ‌মেদ, মাইশা টেলিকম মো: মো‌হিদ আহ‌মেদ, অপু পার্টস অপু চন্দ্র প্রমূখ।
এছাড়া আ‌রো উপ‌স্থিত ছি‌লেন আসুক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, সাংবা‌দিক ‌কে এস এম আ‌রিফুল ইসলাম, সাংবা‌দিক আল ইব্রা‌হিম প্রমূখ।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত ক‌রেন মুহাম্মদ আশরাফুল খাঁন রু‌হেল।