6:37 AM, 13 November, 2025

ছাত্রলীগ নিয়ে নুরের মতামত অন্য কিছু ইঙ্গিত করে: শোভন

rezwanul-huq-chowdhury-shovon_0

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের উপর হামলায় ছাত্রলীগের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

তার উপর হামলার বিষয়টা আমরা পরে শুনতে পেয়েছি উল্লেখ করে তিনি বুধবার বলেন, ‘আমি খোঁজ নিয়েছি ছাত্রলীগ করে এমন কেউ সেখানে যায়নি। আর এরা জামাত-শিবিরের ছেলেদের নিয়ে ইউনাইটেড হয়ে কাজ করবে, বাংলাদেশের মানুষ তো সেটা ভালো ভাবে নেবে না। কারণ জামাত তো একদম নিষিদ্ধ। সে জায়গায় জামাত শিবিরের জন্য প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নুর যদি কাজ করে, যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে তারা মেনে নেবে না।’

শোভন বলেন, ‘খবর নিয়ে দেখব ছাত্রলীগের কেউ যদি এতে জড়িত থাকে আমরা ব্যবস্থা নেব। আর ছাত্রলীগ নিয়ে তার (নুরের) যে মতামত সেগুলো অন্য কিছু ইঙ্গিত করে।’

যারা হামলায় জড়িত তাদের অনেকের নাম দিয়েছে গণমাধ্যমে সেটা দেখেছেন কিনা এমন প্রশ্নের জবাবে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আমি এটা খেয়াল করিনি।’

প্রসঙ্গত, রবিবার বগুড়ায় ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে হামলার শিকার হন ডাকসুর ভিপি নুরুল হক নুর। হামলায় আহত নুরকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়। হামলার জন্য ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।

অন্যদিকে, বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ডাকসুর ভিপি অভিযোগ করেন, ছাত্রলীগ না করায় তার ওপর হামলা করা হচ্ছে। ছাত্রলীগ করলে সব সুযোগ-সুবিধা দেওয়া হবে, তাকে এমন প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে জানান নুর।