দেবীগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাজী সাইফুল,পঞ্চগড় প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির দেবীগঞ্জ শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের পঞ্চগড় জেলা শাখার সভাপতি নাসির উদ্দীন তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির একমাত্র দল যারা ইসলামি রাজনীতি করে এবং ছাত্রদের মাঝে কোরাআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করেন। এবং ছাত্রদের জেনারেল শিক্ষার পাশাপাশি কোরআন হাদিসের শিক্ষা দেয় তিনি আরো বলেন এটি একটি আদর্শ সংগঠন।
প্রধান অতিথি আরো বলেন পবিত্র মাহে রমজান কোরআন নাযিলের মাস তাই এ মাসে আমাদের আল কোরআনের সমাজ ব্যবস্থা কায়েমের শপথ নিতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা সভাপতি মিজানুর রহমান। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করছেন দেবীগঞ্জ শহর সভাপতি কামাল উদ্দিন জাফরী। আলোচনা সভায় দেবীগঞ্জ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ সহ সাধারণ কর্মীরাও উপস্থিত ছিলেন।
