ঠাকুরগাঁও রুহিয়ায় জানালার গ্রীল কেটে দুধর্ষ চুরি

রুহিয়া প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর গ্রামে চুরির ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে ২৯ মার্চ (শুক্রবার) দিবাগত রাত আনুমানিক আড়াইটার টার সময়। জানা যায়, রুহিয়া থানার ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর (বন্দর পারা) গ্রামের চাদনী ক্লথ স্টোরের স্বাত্তাধিকারী মো: আবুল হোসেনের ঘরের জানালার গ্রীল কেটে প্রায় ১৩ ভরি সোনা, নগদ ৪ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় চোর। আবুল হোসেনের ছেলে টিটু জানান, আমরা রাত ২টা পর্যন্ত জেগে ছিলাম, এর পরে ঘুমিয়ে পড়ি। ভোর ৫ টার সময় টের পেয়ে ঘুম থেকে উঠে ঘরের বক্স খাটের ড্রয়ার খোলা এবং অন্যান্য জিনিষ পত্র এলোমেলো দেখতে পাই। তিনি আরো জানান, অচেতন নাশক জাতীয় পদার্থ স্প্রে করায় আমরা টের পাইনি, আমি সাথে সাথে ইউপি চেয়ারম্যান এবং রুহিয়া থানায় মোবাইল ফোনে চুরির বিষয়ে অবহিত করি।
চুরি যাওয়া টাকা ও মালামালের মুল্য প্রায় ১০ লক্ষ টাকা হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা চেয়ারম্যান জনাব তৈমুর রহমান, ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু এবং রুহিয়া থানা পুলিশ। রুহিয়া থানার তদন্ত কর্মকর্তা বাবলু কুমার রায় চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
