জোড়া সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়

স্পোর্টস ডেস্কঃ আগের ম্যাচে নিজেদের করুণ সময় দেখেছে বিরাট কোহলিরা। পাত্তাই পাইনি নিউজিল্যান্ডের কাছে। আগে ব্যাট করে করেছিল মাত্র ১৭৯ রান। যা তাড়া করতে মোটেও বেগ পেতে হয়নি কিইউদের। টপকে গেছে ৬ উইকেট হাতে রেখেই।
কিন্তু এক ম্যাচ পরেই প্রেক্ষাপট পুরো ভিন্ন। গত ম্যাচের ব্যর্থ ব্যাটসম্যানরাই আজ জ্বলে উঠলো নিজেদের মতো করে। আর তাতেই রান পাহাড়ে টিম ইন্ডিয়া।
সোফিয়া গার্ডেনে টসে হেরে আগে ব্যাট করতে নামে ভারত। কিন্তু শুরুতেই শিখর ধাওয়ানকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরের পথ দেখান পেসার মুস্তাফিজুর রহমান। কিছুক্ষণ পর রোহিত শর্মাকেও নিজের শিকারে পরিণত করেন রুবেল। আর ৪৭ রান করা কোহলিকে ক্লিন ইয়র্কারে বোল্ড করেন সাইফুদ্দিন। আর বিজয় শংকরকে মুশফিকের ক্যাচ বানিয়ে রুবেল যখন দ্বিতীয় উইকেটের স্বাদ নেন, ভারত তখন ১০০’র আগেই ৪ উইকেটের দলে পরিণত হয়েছে।
কিন্তু পরের গল্পটা শুধু ভারতময়। ধোনিকে নিয়ে লোকেশ রাহুল গড়েন ১৬৪ রানের জুটি। আর নিজেও পেয়ে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা। আউট হওয়ার আগে খেলেন ৯৯ বলে ১০৮ রানের ইনিংস। রাহুলের পর ধোনিও পান সেঞ্চুরির দেখা। সাকিবের বলে আউট হওয়ার আগে খেলেন ৭৮ বলে ১১৩ রানের টর্নেডো ইনিংস। আর তাতেই ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৫৯ রান।
বাংলাদেশের হয়ে সাকিব আর রুবেল নেন দুটি করে উইকেট।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরি, সৌম্য সরকারে, মোসাদ্দেক হোসেন।
ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি।
