3:48 AM, 13 November, 2025

‘মোদি দিবস’ চান রামদেব

modi-and-ramdev

আন্তর্জাতিক ডেস্কঃ লোকসভা নির্বাচনে জিতে পরপর দু’বার সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করে ভারতীয় রাজনীতিতে নিজের প্রতাপ ও প্রভাব বজায় রাখলেন নরেন্দ্র মোদি। জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর পর তিনি হলেন দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী থাকা তৃতীয় ব্যক্তি।

এই সাফল্যকে চিরস্মরণীয় করে রাখতে নির্বাচনের ফলাফল ঘোষণার দিন ২৩ মে ‘মোদি দিবস’ অথবা ‘জনকল্যাণ দিবস’ হিসেবে পালিত হওয়া উচিত। এমনটাই মনে করছেন যোগ গুরু বাবা রামদেব।

পতঞ্জলি পণ্যের উদ্বোধনে হাজির হয়ে তিনি বলেন, ‘২৩ মে একটি ঐতিহাসিক দিন। এই দিনটি মোদি দিবস অথবা জনকল্যাণ দিবস হিসেবে উদযাপন করা উচিত।’

রামদেবের মুখে বরাবরই মোদির প্রশংসা শোনা গেছে। এই নেতার কাজে সদা সন্তুষ্ট যোগ গুরু। আর নির্বাচনের ফল প্রকাশের পরও তার মুখে মোদির জয়গান।

তবে উদ্বোধনী অনুষ্ঠানে জনসংখ্যা নিয়ন্ত্রণে রামদেবের করা মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রোববার তিনি বলেন, ‘দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হলে সরকারকে বড়সড় পদক্ষেপ করতে হবে। তৃতীয় সন্তানের ভোটাধিকার না দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত নিতে হবে।’

এই মন্তব্যের পরই রামদেবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

তিনি বলেন, ‘অসাংবিধানিক মন্তব্য করার থেকে কোনো ব্যক্তিকে আটকানোর কোনো আইন নেই ঠিকই, কিন্তু বুঝতে পারছি না রামদেবের কথার এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে?’

রামদেবের পাশাপাশি নরেন্দ্র মোদিকেও একহাত নেন ওয়েইসি। তিনি বলেন, ‘মোদির যদি মনে হয় মুসলিমরা ভয় পাচ্ছে, তাহলে কি তিনি তার গুন্ডাদের আটকাবেন যারা গোরক্ষার নামে মুসলমানদের মারধর করছে?’