6:57 AM, 13 November, 2025

মৌলভীবাজারের এডভোকেট আবিদা হত্যার আসামি শ্রীমঙ্গল থানায় গ্রেপ্তার

Srimangal news pic
মো: আব্দুর র‌হিম, মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় আবিদা সুলতানা (৩৫) নামে এক নারী এডভোকেট হত্যার আসামি ভাড়াটিয়া তানভীর আলম (৩৫) কে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
ঘটনার পর থেকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলে রাতভর অভিযান চালায় শ্রীমঙ্গল থানা পুলিশ। সোমবার (২৭ মে) দুপুর ১ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার বরুনা মাদ্রাসার পাশ্ববর্তী একটি বাড়ী থেকে তাকে আটক করে পুলিশ। এসময় পুলিশ সদস্যরা হুজুরের ছদ্মবেশ ধরে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সহযোগিতায় তাকে আটক করে। বর্তমান পুলিশি হেফাজতে তার জিজ্ঞাসাবাদ চলছে।
ঘাতক তানভীর আলম সিলেটের জকিগঞ্জ এলাকার ময়নুল ইসলামের ছেলে। সে বড়লেখা উপজেলার মাদবকুল জামে মসজিদের ইমাম। শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল রোববার রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির মাধবগুল গ্রামের পৈতৃক বাড়ি থেকে আবিদা সুলতানার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আবিদা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির মাধবগুল গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের মেয়ে।
আবিদার স্বামী শরীফুল ইসলাম একটি ওষুধ কোম্পানিতে কর্মরত রয়েছেন। তিনি স্বামীর সঙ্গে মৌলভীবাজারে শহরে বসবাস করতেন। আবিদা মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ও বার এসোসিয়েশন এর সদস্য।